তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ৪, নিখোঁজ ৫১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ ৫১ জন।

বার্তাসংস্থা রয়টার্স সোমবারের খবরে জানানো হয়েছে, অভিবাসীবাহী নৌকাটি ইতালির দিকে যাচ্ছিল। তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপে নৌকাটি ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা অভিবাসীরা সাব-সাহারান আফ্রিকার ছিল।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত তিউনিসিয়ার উপকূলরক্ষীরা তাদের উপকূল থেকে ৯০১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের উপকূলে অভিবাসী নিহতের উল্লেখযোগ্য সংখ্যক বেড়েছে।

সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ সমুদ্রে ডুবে গেছে। একইসঙ্গে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও অনেক বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।

মূলত যারা ইউরোপে যেতে ইচ্ছুক তিউনিসিয়া সেসব অভিবাসীদের জন্য একটি কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যানে দেখা যাচ্ছে- অন্তত ১২ হাজারের বেশি অভিবাসী এই বছর তিউনিসিয়া থেকে ইতালির উপকূলে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ১৩০০ জন।

তবে, তিউনিসিয়ার উপকূলরক্ষীরা বলেছে, তারা অভিবাসী পারাপার বন্ধে পদক্ষেপ নিচ্ছে।