ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আমহারায় সংঘর্ষের চিত্র। ছবি : সংগৃহীত

আমহারায় সংঘর্ষের চিত্র। ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সেনাবাহিনী এবং স্থানীয় মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের পর আজ শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

এই সপ্তাহের শুরুতে ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চলজুড়ে ফানো মিলিশিয়া এবং ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (ইএনডিএফ) মধ্যে যে লড়াই শুরু হয়েছিল, তা অল্প সময়ের মধ্যে একটি বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার আমহারায় সংঘর্ষ শুরু হওয়ার পর স্থানীয় সরকার দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সাহায্যের অনুরোধ জানায়।

এরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিস কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার বিবৃতিতে পরিস্কারভাবে বলা হয়নি যে, এই জরুরি অবস্থা শুধুমাত্র আমহারায় নাকি সারাদেশে প্রযোজ্য।