ইউক্রেনে শপিং সেন্টারে হামলাকে যুদ্ধাপরাধ বললেন জি-৭ নেতারা

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরের একটি শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

ইউক্রেনে শপিং সেন্টারে হামলাকে জি-৭ নেতারা জঘন্য বলে নিন্দা করেছেন। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর নির্বিচারে হামলা একটি যুদ্ধাপরাধ।হামলার জন্য রাশিয়াকে দায়ী করেন তারা।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা করেছেন। 

পোলটাভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিন এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেছেন। তিনি একে যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছেন।