সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শহরটির গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক দখলে নিতে রুশ সেনা তীব্র হামলা চালাচ্ছে। তবে, আমাদের সেনারা লড়াই অব্যাহত রেখেছে।

শনিবার (০৪ জুন) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

বিজ্ঞাপন

ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক দখলে নিতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা। শহরটি চারপাশ থেকে রুশ সেনারা ঘিরে ফেলার দাবি করেছে। তবে পূর্ব ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি অস্বীকার করে বলেছেন, পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকা থেকে গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক এখনও দখলে নিতে পারেনি রুশ সেনারা।

ওই সড়কটি দখল নিতে পারলেই সেভেরোদোনেৎস্কের সঙ্গে ইউক্রেনের অন্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেভেরোদোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান শেরহি হাইদি বলেন, লুহানস্কের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়নি।

জেলেনস্কি বলেন, রুশ সেনারা আবারও সুমির সীমান্তবর্তী এলাকা মাইকোলাইভ, জাপোরিঝিয়া ও খারকিভে গুলি চালিয়েছে।