ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানালেন মোদি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার আহ্বানও জানান।

মঙ্গলবার (৩ মে) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদি বর্তমানে ডেনমার্ক সফরে রয়েছেন। তিনি বলেন, ভারত ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্যা সমাধানের জন্য সংলাপ ও কূটনীতি তৎপরতা চালাতে চায়।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিষয়ে ভারত নিরপেক্ষ অবস্থানের জন্য সমালোচিত হয়েছে।