‘বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ও নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র-ভারত’

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ও নির্বাচন দেখতে চায়।

ডব্লিউইওনের (World is One News ‘WION’) সহকারী সম্পাদক সিদ্ধান্ত সিবালের সাথে কথা বলার সময় একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এ বিষয়ে দু’দেশ সমন্বয় রেখে কাজ করছে বলেও জানান গারসেটি।

বিজ্ঞাপন

এই মার্কিন কুটনীতিক বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে ওপরের সাথে শেয়ার করি। আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে।’

‘যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে’-যোগ করেন এই মার্কিন দূত।

বিজ্ঞাপন

মার্কিন রাষ্ট্রদূত আরও মনে করেন, ‘অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়। বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে।’