ইউক্রেন থেকে ২০ লাখ মানুষ পালিয়েছে: জাতিসংঘ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে দেশটি থেকে ১৩ দিনে ২০ লাখ মানুষ পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন। তার এই নির্দেশের পরই ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরু করে রুশ বাহিনী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বেশি শরণার্থী সংকট দেখা দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।