ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে এখন পর্যন্ত দেশটি থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার (০৬ মার্চ) চলমান যুদ্ধের ১১তম দিনে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুত ক্রমবর্ধমান শরণার্থী সংকটে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন। তার এই নির্দেশের পরই ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরু করে রুশ বাহিনী।

রুশ হামলার মাত্র ১১ দিনে ইউক্রেন থেকে ১৫ লাখেরও বেশি মানুষ পালাতে বাধ্য হয়েছে।