যুদ্ধ করতে ৬৬ হাজারের বেশি ইউক্রেনীয় দেশে ফিরেছেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে বিদেশে থাকা ৬৬ হাজারের বেশি ইউক্রেনী দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ।

চলমান যুদ্ধের দশম দিনে শনিবার (০৫ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানান। খবর বিবিসির।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ফিরে আসাদের মধ্যে একজন ৫৬ বছর বয়সী ফুটবল কোচ ইউরি ভার্নিডুব, যার নেতৃত্বাধীন শেরিফ তিরাসপোল ক্লাব গত বছর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল।

ফুটবল কোচ ইউরি ভার্নিডুব বিবিসিকে বলেন, তার ছেলে তাকে ফোন করে জানায় রাশিয়া আক্রমণ করেছে। খবর শোনা মাত্রই আমি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেই।

এদিকে যুদ্ধের দশম দিনে এসে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময় লড়াই বন্ধ রাখা হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনজুড়ে গোলাবর্ষণ আর ক্ষেপণাস্ত্র হামলার মুখে পতন হতে পারে কিয়েভের। এরপর দেশটির বর্তমান সরকারকে উৎখাত করে কিংবা প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করে রুশপন্থী কাউকে দেশটির ক্ষমতায় বসিয়ে বিজয় ঘোষণা করতে পারেন পুতিন।