শহর ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই: মারিওপোলের মেয়র

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৌশলগত দিক থেকে ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোল ঘিরে ফেলেছে রুশ সেনারা। অবরুদ্ধ বেসামরিক বাসিন্দাদের এখন শহর ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই বলে জানিয়েছেন মারিওপোলের মেয়র ভাদিম বইচেঙ্কো।

শনিবার (০৫ মার্চ) ইউক্রেনের মারিওপোল ও ভলনোবাখার বেসামরিক বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

বিজ্ঞাপন

মেয়র ভাদিম বইচেঙ্কো বলেন, নিজ শহর ছেড়ে যাওয়া সহজ সিদ্ধান্ত নয়, কিন্তু রুশ সেনারা আমাদের চারদিকে ঘিরে ফেলেছে। তাই বেসামরিক বাসিন্দাদের নিরাপদে মারিওপোল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।

মারিওপোল সিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, শহরের বেসামরিক বাসিন্দারা বিশেষ বাস এবং তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করে জাপোরিঝিয়া শহরের দিকে নিরাপদে যেতে সক্ষম হবে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, শহর ছেড়ে যাওয়া সমস্ত চালকদের কাছে একটি অনুরোধ বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে যতটা সম্ভব অবদান রাখবেন।