ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাল রাশিয়া

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানোর দাবি করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (০৩ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জনগণের অনুরোধে এই সহায়তা পাঠানো হয়।

বিজ্ঞাপন

রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বেলগোরোড অঞ্চল থেকে ইউক্রেনের বাসিন্দাদের জন্য ৩০ টনেরও বেশি মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

খবরে বলা হয়, রাশিয়া-ইউক্রেনের সীমান্তের কাছে বসবাসকারী ইউক্রেনীদের এই মানবিক সহায়তা দিয়েছে রুশ সেনারা। মানবিক সহায়তার মধ্যে, টিনজাত মাংস, মাছ, মিষ্টান্ন, বেকারি পণ্য ও বোতলজাত পানীয় রয়েছে।

মানবিক সহায়তাটি সীমান্ত বসতির মহিলা, শিশু ও বয়স্ক মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।