ফুমিও কিশিদা জাপানের নতুন প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা।

সোমবার (০৪ অক্টোবর) নতুন সরকারপ্রধান হিসেবে ফুমিও কিশিদাকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। খবর বিবিসির।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন ৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা। ওই সময়ই নিশ্চিত হয় ফুমিও কিশিদা হচ্ছেন দেশটির ১০০তম প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার প্রথম মিশন হবে এলডিপিকে আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ের দিকে নিয়ে যাওয়া। এবং মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে।

দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদা বলেন, সত্যি বলতে কি আমি মনে করি আমাদের নতুন করে শুরু করতে হবে।ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সম্প্রতি টোকিও অলিম্পিক সমালোচনার মুখে পড়া নিজ দলের জনপ্রিয়তাও ফেরাতে চান কিশিদা।

কিশিদা জাপানের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।