জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।

কিশিদা (৬৪) বুধবার (২৯ সেপ্টেম্বর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) দলীয় নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে নিশ্চিত হয়, ইয়োশিহিদে সুগার উত্তরসূরি হতে যাচ্ছেন কিশিদা।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী টিকা বণ্টনবিষয়ক প্রধান তারো কোনোকে হারিয়ে জয় লাভ করেন কিশিদা।

প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার প্রথম মিশন হবে এলডিপিকে আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ের দিকে নিয়ে যাওয়া। দেশটির জনগণের বিরোধিতা সত্ত্বেও দলটি টোকিও অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য ধাক্কা খেয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ২৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন। কোনো ১৭০ ভোট পান, যাকে গত কিছুদিন ধরে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল।

নতুন প্রধানমন্ত্রীকে মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে।