ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) রামাল্লাহ এবং জেনিন শহরের কাছে পাঁচটি আলাদা স্থানে অভিযান পরিচালনা করে ইসরায়েল।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হেলিল আল -জাজিরাকে নিশ্চিত করেছেন যে উত্তর -পশ্চিম জেরুজালেমের বিদ্দু গ্রামে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা হলেন- আহমদ জাহরান, মাহমুদ হামিদান এবং জাকারিয়া বাদওয়ান।

কুফরদান এবং ইয়াবাদের জেনিন গ্রামেও অভিযান ও গ্রেফতারের খবর পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনি নিহতের জবাবে গাজা উপত্যকা থেকে রকেট হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।