আফগানিস্তানে স্কুল খুলেছে, যেতে পারবে না মেয়েরা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আজ (১৮ সেপ্টেম্বর) থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে। তবে তালেবানরা ছেলেদের স্কুলে যাওয়ার অনুমতি দিলেও মেয়েদের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শুধু ছেলেদের জন্য স্কুল খোলার আদেশ দিয়েছে তালেবান। সেসময় মেয়েদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এসময় তারা পুরুষ শিক্ষকদেরকে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

ইসলামী গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত শুধু ছেলেদের জন্য আজ শনিবার থেকে স্কুল খোলা হবে।

এক বিবৃতিতে তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেন, শুধু পুরুষ শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন।

এক আফগান স্কুলছাত্রী বিবিসিকে বলেছে এ সিদ্ধান্তে সে বিধ্বস্ত। সবকিছু খুব অন্ধকার লাগছে।

তালেবান রাজধানী কাবুল দখলের পর এক মাস পেরিয়ে গেছে। দেশের নাজুক অর্থনীতির গতি সচল করা এবং শহরে-নগরে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে তালেবান শাসকদেরকে রীতিমত সংগ্রাম করতে হওয়ায় বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান এতদিন বন্ধই ছিল।

এর আগে, তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল যে, ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে, তবে তাদের শ্রেণিকক্ষ আলাদা হবে এবং তাদের বাধ্যতামূলকভাবে শরীয়াভিত্তিক পোশাক পরতে হবে।