যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দোহা চুক্তি ভাঙার অভিযোগ তালেবানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাক্কানি পরিবারকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকায় রেখে দোহা শান্তি চুক্তি ভেঙেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানে সদ্যঘোষিত তালেবান সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০২০ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করেছে, কারণ তারা স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিকে এখনো সন্ত্রাসী তালিকায় রেখেছে।

বিজ্ঞাপন

নতুন সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি মার্কিন গোয়েন্দাসংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত আসামি।

হাক্কানির মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় মঙ্গলবারও তার নাম দেখা গেছে।

২০ বছর ধরে যুদ্ধ চলাকালে তালেবানের নতুন এ স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হাক্কানি নেটওয়ার্কের অংশ, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর ওপর হামলার অভিযোগ আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালোতালিকাভুক্তও তিনি।

বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ইসলামিক আমিরাতের মন্ত্রিসভার কিছু সদস্য বা প্রয়াত হাক্কানি সাহেবের পরিবারের সদস্যরা মার্কিন কালো তালিকাভুক্ত এবং এখনও তাদের লক্ষ্যবস্তু।

কাতারের রাজধানীতে স্বাক্ষরিত চুক্তির উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসলামিক আমিরাত এটিকে দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে যা যুক্তরাষ্ট্র বা আফগানিস্তানের স্বার্থে নয়।