কাবুলে পাকিস্তান বিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে তালেবান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন আফগানিস্তানের বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) প্রায় ৭০ নারী-পুরুষ প্রতিবেশী দেশের বিরুদ্ধে স্লোগান দেয়।

বিজ্ঞাপন

বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিরা ব্যানার বহন করেন। এসব ব্যানারে পাকিস্তানবিরোধী কথা লেখা ছিল।

আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।

আফগানিস্তানের সর্ববৃহৎ মিডিয়া কোম্পানি মবি গ্রুপের নির্বাহী সম্পাদক সাদ মোহসেনি টুইটারে পাকিস্তান বিরোধী বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন। মোহসেনি টুইটে লিখেছেন, কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ চলছে।

তাৎক্ষণিকভাবে মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ অঘোষিত সফরে কাবুলে আসার দুই দিন পর যুদ্ধবিধ্বস্ত দেশে নতুন তালেবান নেতৃত্বাধীন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়।