কাশ্মীরের মুসলিমদের পক্ষে ‘আওয়াজ’ তুলতে চায় তালেবান!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন। ছবি: সংগৃহীত

তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন। ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার তালেবানের রয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির মুখপাত্র সুহেইল শাহীন।

তিনি বলেছেন, ‌‘মুসলিম হিসেবে তালেবানের অধিকার রয়েছে কাশ্মীর, ভারত বা অন্য যেকোনো দেশের নিপীড়িত মুসলমানদের জন্য আওয়াজ তোলার।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুহেইল শাহীন এমন মন্তব্য করেছেন। বিবিসি হিন্দি শুক্রবার (৩ সেপ্টেম্বর) ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

সেখানে সুহেইল শাহীন বলেন, ‘আমরা আওয়াজ তুলব এবং বলবো- মুসলিমরাও আপনাদের নিজ দেশের নাগরিক। তারাও আপনাদের আইনে সমান অধিকার পাওয়ার অধিকারী।’

মুসলিম অধ্যুষিত কাশ্মীরের দু’টি অংশ ভারত ও পাকিস্তানের দখলে। ভারতশাসিত কাশ্মীরের অংশটিকে জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানশাসিত অংশ আজাদ কাশ্মীর নামে পরিচিত।

তবে দু’টি দেশই কাশ্মীরের পুরো অংশ দাবি করে আসছে। প্রায় ৩০ বছর ধরে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান দু’টি বিবাদমান পক্ষ হয়ে রয়েছে। সেখানে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।