আফগান নতুন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা বারাদার: রয়টার্স

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে নতুন সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার।

ইসলামপন্থী গোষ্ঠীর তিনটি সূত্রের বরাতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, জুমার নামাজ আদায় করে আফগানিস্তানে নিজেদের সরকার গঠন করবেন তালেবানরা।

এদিকে পানশিরে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বিবিসি ও রয়টার্স। আফগানিস্তানের পানশির বাদে সব এলাকাই নিরঙ্কুশভাবে তালেবানের দখলে আছে।

এদিকে পঞ্জশির দখলে নিতে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে।

পঞ্জশির বাদে আফগানিস্তানের সব এলাকাই এখন তালেবানের দখলে।