‘তালেবান এখনও নির্মম’ বললেন মার্কিন জেনারেল মার্ক মিলি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন যৌথ বাহিনীর চেয়ারম্যান মার্ক মিলি। ছবি: সংগৃহীত

মার্কিন যৌথ বাহিনীর চেয়ারম্যান মার্ক মিলি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করা তালেবান যোদ্ধারা এখনও ‘নির্মম’ বলে মন্তব্য করেছেন মার্কিন যৌথ বাহিনীর চেয়ারম্যান মার্ক আলেকজান্ডার মিলি।

তিনি বলেছেন, ‘তালেবান তাদের প্রতিষ্ঠা এবং প্রভাব বিস্তারের শুরু থেকেই নির্মম একটি বাহিনী। তাদের আদৌ কোনো পরিবর্তন হয়েছে কি-না, তা দেখার বিষয়। তারা মুখে যাই বলুক না কেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের চরিত্র স্পষ্ট হবে।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের সামরিক দফতর পেন্টাগনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের অবসান, সেনা প্রত্যাহার এবং সেখানে থাকা মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা প্রসঙ্গে পেন্টাগনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন মার্কিন সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন: আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের জবাব যুক্তরাষ্ট্রকে দিতে হবে

২০ বছরের যুদ্ধ নিয়ে ‘ব্যথিত ও রাগান্বিত’ কি-না এমন প্রশ্নে মার্কিন যৌথ বাহিনীর চেয়ারম্যান বলেন, ‘যুদ্ধ সবসময়ই কঠিন। এটা নিষ্ঠুর এবং ক্ষমার অযোগ্য। আমাদের সবারই সেই ব্যথা এবং রাগ আছে।’

আফগানিস্তানে তার সরাসরি কমান্ডের অধীনে ২৪২ জন সেনা নিহত হয়েছেন জানিয়ে মার্ক মিলি বলেন, ‘কিন্তু আমি একজন পেশাদার সৈনিক। রাগ ও যন্ত্রণা নিয়ন্ত্রণ করেই আমাকে এগোতে হয়। মিশন বাস্তবায়নে সবসময় ঠাণ্ডা মাথায় কাজ করাই একজন সৈনিকের কাজ। আমিও সেই পথেই পা বাড়াচ্ছি।’