প্রভাবশালী আফগান ধর্মীয় নেতাকে আটক করেছে তালেবান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির উপদেষ্টা হিসেবে কাজ করা একজন প্রভাবশালী ধর্মীয় নেতাকে আটক করেছে তালেবান।

সোমবার (৩০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মৌলভী মোহাম্মদ সরদার জাদরান দেশটির ধর্মীয় পণ্ডিতদের জাতীয় পরিষদের সাবেক প্রধান। এটি আফগানিস্তানের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন। তার ছেলে জানিয়েছে, তাকে খোস্ত প্রদেশ থেকে তালেবানরা ধরে নিয়ে গেছে।

সরদার জাদরানের চোখ বাঁধা অবস্থায় বসে থাকার একটি ছবি প্রকাশ করা হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে সরদার জাদরানের অসংখ্য অনুসারী আছে এবং তারা তালেবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে বলে জানা গেছে।