যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাবুল বিস্ফোরণের ‘মূল পরিকল্পনাকারী’ নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গাহার প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) এ হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর দাবি—ওই হামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) একজন সদস্য নিহত হয়েছেন, যিনি কাবুল বিমানবন্দরে প্রবেশমুখে আত্মঘাতী বোমা হামলার অন্যতম একজন ‘পরিকল্পনাকারী’। তবে তার নাম জানায়নি মার্কিন বাহিনী। খবর বিবিসির।

বিজ্ঞাপন

মার্কিন সামরিক দফতরের কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান জানিয়েছেন, দেশটির নাঙ্গাহার প্রদেশে ওই ড্রোন হামলা চালানো হয়। তারা সফলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে। হামলায় ‘আইএস-কে’এর অন্যতম পরিকল্পনাকারী নিহত হয়েছেন।

barta24

কাবুল বিমানবন্দরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭৫ জন নিহত হয়। হামলার পর জঙ্গিগোষ্ঠী আইএস-কে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

কাবুলে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘যারা কাবুলে মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।’ বাইডেনের এমন হুশিয়ারির একদিন পরই ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।