কাবুল হামলাকারীদের বিচারের আওতায় আনতে জাতিসংঘের আহ্বান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে বোমা হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

শুক্রবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানায়।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যের কাউন্সিল বলেছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকাণ্ডে যারা অপরাধী, তাদের অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের জবাবদিহি এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তারা আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে তাদের বাধ্যবাধকতা অনুযায়ী সমস্ত দেশকে এই বিষয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ১৭০ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত।