পাকিস্তানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠলো।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানার অধিকাংশ জানালা ও ছাদের দরজা বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান।

করাচির পূর্বাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাকিব ইসমাইল মেমন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বেসরকারি টেলিভশন চ্যানেলের ফুটেজে কারখানার ওপর তলাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কারাখানাটিতে প্রবেশ ও বের হওয়ার একটিই পথ।