কাবুল বিমানবন্দরে হামলায় নিহত ১০০ ছাড়াল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বাড়ছেই। ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বাড়ছেই। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ভয়াবহ এ হামলায় ১৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। খবর বিবিসির।

আহতদের মধ্যে ১৮ জন মার্কিন সেনা ও চাকরিজীবী রয়েছেন বলেও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

একজন তালেবান কর্মকর্তা বলেছেন, নিহত আফগানদের মধ্যে অন্তত ২৮ জন তালেবান সদস্য রয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী। তিনি জানান, সেখানে ৪০০ থেকে ৫০০ মানুষের জটলা ছিল। তারা সবাই আফগান ছাড়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন৷ মুহূর্তেই সব এলোমেলো হয়ে যায়। বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা যায়।

তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরের পাশে ক্যাম্প করেছিলেন অসংখ্য মানুষ। সেখানে জটলা করে কাবুল ছাড়ার অপেক্ষায় ছিলেন তারা। জটলার মধ্যেই হঠাৎ বিকট শব্দে দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি।