কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরের বাইরে ব্যারন হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে ব্রিটিশ সেনা এবং সাংবাদিকরা অবস্থান করছিলেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের খবর ঠিক। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

চলতি মাসের শুরুতে তালেবান দখলের পর থেকে হাজার হাজার আফগান দেশ থেকে পালানোর চেষ্টা করে বিমানবন্দরে জড়ো হয়েছিল। পশ্চিমা দেশগুলো সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করেছিল।

এর আগে, কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।