আফগানিস্তানে পরাজয় থেকে যুক্তরাষ্ট্রকে যে দুই শিক্ষা নিতে বলল রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানে ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের জন্য অনেক শিক্ষা রয়েছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে- অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজ দেশের সমস্যার সমাধানে মনোযোগী হওয়া। অন্যের ওপর নিজের পছন্দের জীবনব্যবস্থা চাপিয়ে দিতে হয় না।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আফগানিস্তানের পাশাপাশি লিবিয়া, সিরিয়া ও ইরাকে দেখেছি- আমেরিকা ওইসব দেশের নাগরিকদের ওপর নিজেদের পছন্দসই জীবনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতো করে জীবনযাপনে বাধ্য করতে চেয়েছে।’

ল্যাভরভ বলেন, ওইসব দেশে মার্কিন পদক্ষেপের পর গোটা বিশ্বেই সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। বেড়েছে মাদক উৎপাদনও। এছাড়া অভিবাসনের মতো সমস্যা আন্তর্জাতিক রূপ লাভ করেছে।

এসময় তিনি জাতিসংঘ সনদ লঙ্ঘন না করতেও আমেরিকার প্রতি আহ্বান জানান।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান গোষ্ঠী।