নতুন প্রশাসনের সাফল্য কামনা করলেন ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী বক্তব্যে বলেছেন, ‘আমরা এখানে যা করার জন্য এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি।’

মঙ্গলবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে ইউটিউবে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়। ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, এটা কঠিন লড়াই ছিল। কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন। কারণ জনগণ আমাকে এর জন্যই নির্বাচিত করেছিলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, আন্দোলন কেবল শুরু হয়েছে। আমেরিকাকে মহৎ করার আন্দোলন অব্যাহত থাকবে।

যদিও এখন পর্যন্ত ট্রাম্প বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়া মেনে নিতে পারেননি। এরপরও তিনি ভিডিও বার্তায় নতুন প্রশাসনের প্রতি  শুভকামনা জানিয়েছেন।

কারও নাম উল্লেখ না করে ট্রাম্প নতুন প্রশাসনের সাফল্য কামনা করেন। নতুন প্রশাসনের জন্য সৌভাগ্য কামনা করেন। ট্রাম্প বলেন, ‘সৌভাগ্য একটি গুরুত্বপূর্ণ শব্দ!’

ট্রাম্প তার প্রশাসনের সাফল্য তুলে ধরে জানান, তার প্রশাসন আমেরিকাকে বিশ্বের অর্থনৈতিক পরাক্রমশালী দেশে পরিণত করেছে।

তিনি বলেন, আমাদের এজেন্ডায় ডান, বাম ছিল না। এটি রিপাবলিকান বা ডেমোক্র্যাটকে নিয়ে ছিল না, তবে একটি জাতির মঙ্গলের পরিকল্পনা ছিল।

যদিও ট্রাম্পের আমলেই যুক্তরাষ্ট্র অর্থনীতিকভাবে সবচেয়ে বেশি লড়াইয়ের মুখোমুখি হয়েছে। মানুষ চাকরি হারিয়েছেন। ব্যবসা-বাণিজ্য হ্রাস পেয়েছে। বেকারত্ব বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে।