নেভাডায় ‘ভোট জালিয়াতি’র মামলা করবে রিপাবলিকানরা

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমেরিকার নির্বাচনের ভোট গণনা

আমেরিকার নির্বাচনের ভোট গণনা

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে রিপাবলিকানরা। জো বাইডেনের এগিয়ে থাকা কোনভাবে মেনে নিতে পারছে না ট্রাম্প শিবির। 

নেভাডায় ভোট জালিয়াতির মামলা করতে যাচ্ছে নেভাডার রিপাবলিকান পার্টি।

বিজ্ঞাপন

দলটি দাবি করছে, প্রায় ১০ হাজার লোকের ভোট পড়েছে যারা এখন আর ঐ অঙ্গরাজ্যের বাসিন্দা না।

ভোটের জন্য নিবন্ধিত সব প্রাপ্তবয়স্কদের সবাইকে আগাম ব্যালট পত্র পাঠিয়েছিল যে ক’টি অঙ্গরাজ্য নেভাডা তাদের মধ্যে একটি।

নির্বাচনী প্রচারাভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন যে এতে জালিয়াতির সুযোগ রয়েছে।

তবে  ট্রাম্প যা-ই দাবি করুন না কেন এবারের নির্বাচনে কারচুপির কোন অভিযোগের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মিশিগান, পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নেভাডাকে নিয়ে মোট চারটি রাজ্যে রিপাবলিকানরা নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে।

তারা পঞ্চম একটি রাজ্য উইসকনসিনে ভোট পুনরায় ভোট গণনারও দাবি করছে।

সূত্র: বিবিসি