উইসকনসিনের ভোট পুনর্গণনা চান ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দোদুল্যমান উইসকনসিন অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যে ১০টি ইলেকটোরাল ভোট যুক্ত হয়েছে বাইডেনের ঝুলিতে। এদিকে উইসকনসিনের ভোট পুনর্গণনার দাবি তুলেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। তারা শিগগিরই আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে বলেও ঘোষণা দিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেফান এক বিবৃতিতে বলেছেন, উইসকনসিন রাজ্যের বেশ কিছু কাউন্টিতে অনিয়মের অভিযোগ এসেছে, যা এই ফলকে প্রশ্নবিদ্ধ করার মতো।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প এই অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনার পক্ষে এবং সেই আবেদন করা হচ্ছে বলে জানান তিনি।

উইসকনসিন সিটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইডেন ৪৯.৪ শতাংশ এবং ট্রাম্প ৪৮.৮ শতাংশ ভোট পেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।