মিশিগানেও জিতল বাইডেন, ইলেকটোরাল ভোট ২৬৪

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জো বাইডেন

জো বাইডেন

করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ব্যাটেলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যে চলছে গণনা। হোয়াইট হাউসে যাওয়ার এ লড়াই  বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷

মার্কিন সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সবশেষ ব্যাটেলগ্রাউন্ড খ্যাত সুইং স্টেট উইসকনসিনে জিতে প্রেসিডেন্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছেন তিনি। এবার জিতলেন মিশিগানও। এপি জানিয়েছে ২৫৩ টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পাচ্ছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। 

বিজ্ঞাপন

কানেকটিকাট (৭), ডেলওয়ার (৩), ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩), ইলিনয় (২০), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউ জার্সি (১৪), নিউইয়র্ক (২৯), রোডি আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়ায় (১৩), নিউ ক্যালিফোর্নিয়া (৫৫), নিউ হ্যাম্পশায়ার (৪),  আর্জেনিয়ায় (১১) এবং উইসকনসিনে (১০), মিশিগান জয় পেয়েছেন জো বাইডেন।

অন্যদিকে অ্যালাবামা (৯), আরকানসাস (৬), ইন্ডিয়ানা (১১), কেন্টাটি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), নর্থ ডাকোটা (৩), ওকলোহোমা (৭), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩), কানসাস (৯), ওহিও (১১) ফ্লোরিডা (২৯) টেক্সাস (৩৮) জয় পেয়েছেন ট্রাম্প।

উইসকনসিনে জয়ের পাশাপাশি এখন মিশিগানেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে অপর দুই ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়া ও জর্জিয়াতে ট্রাম্প এগিয়ে থাকলেও সেখানে চলছে হাড্ডাহাডি লড়াই। এদিকে উইসকনসিনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ট্রাম্প শিবির।

এছাড়া ভোটগণনাস্থলে থাকার নিশ্চয়তা দেওয়ার আগ পর্যন্ত ভোট গণনা বন্ধে মিশিগান ‘কোর্ট অব ক্লেইমস’ মামলা করা হয়েছে বলে এক বিবৃতিতে ট্রাম্প শিবির জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। এখন সে পথে অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছেন বাইডেন।

মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ভোটের পরিবেশ ছিল উৎসাহপূর্ণ ও ইতিবাচক। পরিস্থিতি ছিল অনেক শান্ত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করেন আমেরিকানরা।

করোনার কারণে এবার ভোটের আগেই ‘মেইল ইন অর্থ্যাৎ ডাক যোগে’ ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।