মার্কিন নির্বাচন: ভোট গণনায় বিলম্ব হতে পারে!

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতে সব ভোট গণনা কখনোই শেষ হয় না। তাই পেনসিলভেনিয়ার সেক্রেটারি অফ স্টেট ক্যাথি বুকভার ভোটারদের ধৈর্যধারণের আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকেরই ধৈর্যধারণ করা উচিত।

মঙ্গলবার (০৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সম্প্রচারমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের দিন সমস্ত ভোট গণনা শেষ হয় না। তাই ভোটারদের ধৈর্যধারণ করতে হবে।

পেনসিলভেনিয়ার সেক্রেটারি অফ স্টেট বলেন, আমাদের দেশে যে সমস্ত নারী-পুরুষ সেবা দিচ্ছি, সামরিক ও বেসামরিক এবং বিদেশি ভোটারদের আইন অনুযায়ী ভোট দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমি জানি সামরিক ও বিদেশি ভোটারদের পাশাপাশি লাখ লাখ পেনসিলভেনিয়ান কেউই ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত থাকতে চান না। তাই আমাদের সকলের ভোটাধিকার প্রয়োগ করা উচিত।

করোনার কারণে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি আমেরিকান ডাক যোগে ভোট দিয়েছেন। ফলে সব ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে।

ডাকে পাওয়া ভোট গণনা করতে বেশি সময় লাগে। কারণ এই ভোটগুলোর স্বাক্ষর, ঠিকানা যাচাই বাছাই করতে অনেক সময় লেগে যায়।