কেরালায় ১৯১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ ভেঙে দুই টুকরো হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাইলট ও দুইজন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ আগস্ট) এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

দুবাই ফেরত ওই উড়োজাহাজে ১৯১ জন যাত্রী ছিল। শুক্রবার দুপুরে উড়োজাহাজটি দুবাই থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালায় পৌঁছে। অবতরণের সময় রানওয়েতে ভেঙে পড়ে।

ইতোমধ্যে ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরো হয়ে রানওয়ে ও এর কিছুটা বাইরের অংশে ছড়িয়ে পড়েছে।

এ সময় ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। তবে উড়োজাহাজে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।