কেমন কাটবে শনিবার
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনটিতে আপনি নতুন ধারণা উপলব্ধি করতে পারেন। সৃজনশীল প্রচেষ্টায় পরিস্থিতি ভালো থাকবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। কর্মজীবন ও ব্যবসায় ইতিবাচক মনোভাব থাকবে। তবে আবেগ জনিত কারণে কিছু ক্ষেত্রে বিপদে চালিত হতে পারেন।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : দিনটিতে আপনি ঘনিষ্ঠ সহকর্মীর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলাপ করতে পারেন। সেই মোতাবেক পরিস্থিতির বদল আনতে পারেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আজ আপনি কোনো মূল্যবান জিনিষ ক্রয় করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে। উৎসব অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : দিনটিতে আপনার যৌক্তিক দিকে আরও বেশি মনোনিবেশ করা উচিত। দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ আপনার উপকারে আসবে। কথা মেনে চলবেন। সহকর্মীদের সহযোগিতায় কাজগুলো ফলপ্রসূ হবেন। কর্মজীবন ও ব্যবসায় অগ্রগতি থাকবে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : দিনটিতে আপনি কর্মক্ষেত্রে সিনিয়র ব্যক্তির সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে সর্বাত্মক সম্মতি বজায় রাখবেন। আপনি লক্ষ্যে আরও বেশি মনোনিবেশ করবেন। ব্যবস্থাপনার প্রচেষ্টা আরও ভাল হবে। পরিবারের পরিবেশ মনোরম থাকবে। উৎসাহ উদ্দীপনা ভরপুর থাকবে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : দিনটিতে আপনি প্রিয়জনের সাথে শুভ কোনও খবর শেয়ার করতে পারেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। যা ভাগ্যের প্রাধান্য এবং দক্ষতার সমন্বয় গুরুত্বপূর্ণ কাজগুলো উপর জোর দেবে। পরিবারে বিনোদনের সুযোগ আসবে।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : দিনটি আপনার কর্ম ব্যস্ততার সাথে কাটবে। বিভিন্ন লক্ষ্যে মনোনিবেশ করতে পারেন। তাই দিনের শুরু থেকে প্রস্তুত থাকুন এবং সতর্কতার সাথে এগিয়ে যান। আবেগজনিত বাধাগুলির দ্বারা প্রভাবিত না হয়ে এগিয়ে যেতে থাকুন। লক্ষ্যে মনোযোগ বজায় রাখুন।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : দিনটিতে আপনি কর্ম এবং পরিবার -দু’ক্ষেত্রেই সমান মনোযোগ থাকবে। মনোযোগের সহিত বিষয়গুলি পরিচালনা করতে পারেন। তবে আজ গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হবে না। ব্যবসায়ে বৈদেশিক যোগাযোগ বাজবে। পেশাদারিত্ব বজায় থাকবে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : দিনটিতে আপনার ব্যক্তিগত প্রচেষ্টায় কর্মক্ষেত্রে লাভ বাড়বে। ব্যবসায় লাভ ভালোই থাকবে। কর্ম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। আর্থিক বিষয় মোটের উপর শুভ।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : দিনটিতে আপনার মধ্যে যুক্তিবোধ বাড়বে। অভিজ্ঞতা কর্মক্ষেত্রে বিকশিত করবে। পেশাদার ফলাফল মোটের উপর শুভ। তবে ব্যবসায় আজ আপনার বাড়তি সতর্ক থাকতে হবে। কোনো অজানা কারণে ক্ষতির সম্মুক্ষীন হতে পারেন।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটিতে আপনার কিছু বাঁধা আসবে। তাই আজ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকবেন। কাজ ফলপ্রসূ হবে। অর্থনৈতিক কর্মকান্ডের সুযোগ আসবে।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : আজ আপনি যে কোনও কাজে শতভাগ দেবেন। পরিবারের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে চাপ থাকবে। কর্মক্ষেত্র থেকেও গুরুত্বপূর্ণ বার্তা আসবে। ফলে আজ আপনার বাড়তি চাপ আসবে। তবে আপনার পূর্ব অভিজ্ঞতার কারণে বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে পারবেন।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : দিনটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাসিল করতে পারেন। যার জেরে কর্মযোগে নতুন পথ খুলে যাবে। আর্থিক দিকও শুভ। ব্যবসায় উন্নতির আসবে। সহজ সাফল্য বজায় থাকবে। ইতিবাচক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কাছের মানুষের সহযোগিতায় সাফল্য আসবে।