কেমন কাটবে সোমবার?

  • জ্যোতিষী রুবাই : হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটিতে আপনি সকলের সাথে চমৎকার যোগাযোগ এবং সহযোগিতা বজায় রাখতে সফল হবেন। ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। আবেগজনিত বিষয়ে আপনি উৎসাহ দেখাবেন। পারস্পরিক সহযোগিতা থাকবে। আপনি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তথ্যের আদান-প্রদান হবে।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): দিনটিতে কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। কর্মক্ষেত্র চাপ থাকলেও মোটের উপর শুভ। তবে আবেগজনিত কারেণে সহকর্মীর সাথে বচসা বাধতে পারে। তবে পারস্পরিক সহযোগিতা থাকবে। পরিবারে সুখ থাকলেও অর্থনৈতিক চাপ থাকবে।

বিজ্ঞাপন

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): দিনটিতে আপনি নতুন কিছু উপলব্ধি করবেন। কর্মযোগে সৃজনশীলতা এবং যুক্তিসঙ্গতার ভারসাম্য বজায় থাকবে। নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। আজ সব বিষয়ে সামঞ্জস্যতা বৃদ্ধি পাবে। আজ আপনি কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবেন।

কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): দিনটিতে আপনি কর্মক্ষেত্রে কোন ভাবে অলক্ষিত থাকতে পারেন। অনুপ্রেরণার অভাবে কর্মক্ষমতা নষ্ট হতে পারে। বিভিন্ন তথ্য বিবেচনা করে তবেই আজ আপনি সিদ্ধান্ত নিন। অযাচিত ভয় এবং আতঙ্ক এড়িয়ে চলুন। ব্যয় বাড়বে। আয় ব্যয়ের সামঞ্জস্য নাও থাকতে পারে।

বিজ্ঞাপন

সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটিতে আপনি কর্মক্ষেত্রে কিছু বাধার মুখে পারেন। বর্তমান পরিস্থিতির কারণে ভাগ্য আপনার সাথ দেবে না। বেলাশেষে বাধাগুলো আংশিক মিটতে পারে। কিছুক্ষেত্রে মানসিক অস্থিরতা আসতে পারে। তবে পেশাদারদের মনোভাব উচ্চ থাকবে।

কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটিতে আপনি কর্মক্ষেত্রে অন্যদের তুলনায় ভালো করবেন। দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আবেগ দেখাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।
তবে বিভিন্ন কাজ সম্পন্ন হবে। সহকর্মীদের সাহায্য পাবেন।

তুলা / লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটি ইতিবাচকভাবে শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে একটি ভাল অবস্থান বজায় রাখবেন। পারস্পরিক সহযোগিতা থাকবে। আপনি আপনার সমস্ত কাজ কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে করবেন। সহকর্মীর কথা সহজেই বুঝতে পারবেন। পরিস্থিতির উন্নতি হবে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): দিনটিতে আপনি কর্মক্ষেত্রে বাধা অনুভব করতে পারেন। অত্যাবশ্যকীয় বিষয়ে নমনীয়তা বজায় রাখুন। সময়মতো কাজ করার অভ্যাস গড়ে তুলুন। কর্মজীবনে বিলম্ব এবং অসতর্কতা এড়িয়ে চলুন। পরিস্থিতির সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সতর্কতার সঙ্গে কাজ করুন।

ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): দিনটিতে আপনি আপনার অধিকার রক্ষার প্রচেষ্টায় এগিয়ে থাকবেন। সংকীর্ণ স্বার্থগুলো এড়িয়ে চলুন। কর্মক্ষেত্র অনুকূলে রাখার চেষ্টা বৃদ্ধি করুন। ব্যবসা ক্ষেত্র ফলপ্রসূ হবে। যৌথ ব্যবসায় উদ্যোগ শক্তিশালী থাকবে। জমি সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): দিনটিতে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করবেন। তবে নিজস্ব বিষয়গুলিকে উপেক্ষা করতে পারে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নিন। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): দিনটিতে আপনি ব্যক্তিগত উৎকর্ষতা এবং প্রচুর সুযোগের সংমিশ্রণে আপনার সেরা প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে সক্ষম হবেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। লাভের ভালো সম্ভাবনা থাকবে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : দিনটিতে আপনি আবেগের দিকে মনোনিবেশ করতে পারেন। পুরনো সহকর্মীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীর সাথে সম্প্রীতি বজায় থাকবে। ব্যবসায়ে মনযোগ বৃদ্ধি পাবে। পেশাগত কাজে আপনার অংশগ্রহণ বাড়বে।