প্রথমবার নানা হলেন ডিপজল

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নানা হলেন ডিপজল

নানা হলেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই সিনেমার সফল অভিনেতা ও প্রযোজক। এর বাইরে ১২ নভেম্বর থেকে নাম ঠিক না হওয়া একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। তাই নামের সঙ্গে নতুন আরও একটি পদবী বসতে যাচ্ছে এই জনপ্রিয় অভিনেতার।

এসবের বাইরে এবার জানা গেলে, জিপজলের পারিবারিক খবর। প্রথমবারের মত নানা হয়েছেন ডিপজল। শনিবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মেয়ে ওলিজা মনোয়ার পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতক সন্তানের নাম রাখা হয়েছে ওলসায় রহমান। আজ ১১ নভেম্বর (সোমবার) সামজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর নিশ্চিত করেছেন ওলিজা মনোয়ার।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ডিপজল গণমাধ্যমে জানিয়েছেন, প্রথম নানা হলাম, বাসায় উৎসব চলছে। নানা হওয়ার আনন্দ মুখে বলে বোঝানো যাবে না। আল্লাহ’র রহমতে আমার মেয়ে ও নাতি দু’জনই ভালো আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

এর আগে ২০১৮ সালে ১৯ জুন সন্ধ্যায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ঘরোয়াভাবে ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিয়ে হয় ওলিজা মনোয়ারের। বিজনেস স্টাডিজ নিয়ে লন্ডনে পড়াশোনা করেছেন ডিপজলকন্যা। এছাড়া ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

ডিপজল ১৯৮৯ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন।