শীত পোশাকের মডেল ৭ তারকা

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফটোশুটে তারকারা

ফটোশুটে তারকারা

জাপানী ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর আরামদায়ক শীতের পোশাকের মডেল হলেন ৭ তারকা। শীতকে সামনে রেখে বাহারি ডিজাইনের শীতের পোশাক বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

আর সেইসব পোশাক গায়ে জড়িয়ে মডেল হয়েছেন এই সময়ের জনপ্রিয় সাত তারকা তাহসান, অপূর্ব, মেহজাবিন, তানজিনা তিশা, তাসনিয়া ফারিন, প্রিতম ও ইরফান সাজ্জাদ।

বিজ্ঞাপন

সম্প্রতি গাজীপুরের একটি পার্ক এবং ২টি ভিন্ন ভিন্ন স্টুডিওতে শেষ হয়েছে গ্রামীণ ইউনিক্লো’র শীতের কালেকশনের এই ছবি তোলার কাজ। গ্রামীণ ইউনিক্লো বিভিন্ন সময় দেশের স্বনামধন্য তারকা নিয়ে কাজ করলেও একসাথে এতগুলো তারকা নিয়ে এবারই প্রথম কোন আয়োজন করলো।

বিজ্ঞাপন

শীতের আমেজ এবং হালের ফ্যাশনকে প্রাধাণ্য দিয়ে ভোক্তাদের জীবনকে আরামদায়ক করে তুলতে প্রামীণ ইউনিক্লো ডিজাইন করেছে এবারের শীতের কালেকশন। কালেকশনগুলো প্রতিষ্ঠানটির দেশব্যাপি ১৭টি আউটলেটে একযোগে পাওয়া যাবে।