সেরা করদাতার তালিকায় শাকিব খানসহ ৭ তারকা

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শোবিজের সেরা করদাতা, ছবি: সংগৃহীত

শোবিজের সেরা করদাতা, ছবি: সংগৃহীত

সম্প্রতি চলতি বছরের সেরা করদাতার তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে স্থান পেয়েছে শোবিজের ৭ তারকা। আগামী ১৪ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে কর কার্ড তুলে দেওয়া হবে।

এ বছর অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান রানা, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়ক এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল) এবং গুণী অভিনেতা এস এ আবুল হায়াত।

বিজ্ঞাপন

এছাড়া শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা, অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান ও এক সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী এস ডি রুবেল।

জানা গেছে, গত অর্থবছরে আয়কর বিবরণী জমার ওপর ভিত্তি করে মূল্যায়ন করেছে এই তালিকা তৈরি করেছে (এনবিআর)।

বিজ্ঞাপন