অসিন কন্যার দ্বিতীয় জন্মদিন (ফটোস্টোরি)

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অরিন ও অসিন-রাহুল দম্পতি

অরিন ও অসিন-রাহুল দম্পতি

আমির খানের বিপরীতে ২০০৮ সালে ‘গাজনী’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অসিন। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন এই তারকা। এরপর ৩৪ বছর বয়সী এই তারকা অভিনয় করেছেন ‘রেডি’ (সালমান খান), ‘বোল ব্চ্চন’ (অভিষেক বচ্চন, অজয় দেবগণ), ‘হাউজফুল টু’ ও ‘খিলাড়ি ৭৮৬’তে (অক্ষয় কুমার।

অসিনের অভিনীত প্রতিটি ছবিই বক্স অফিসে সফলতা অর্জন করেছিল। কিন্তু ২০১৬ সালে ব্যবসায়ী রোহিত শর্মার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর অভিনয় জগৎ থেকে একেবারে দূরে সরে যান বলিউডের এই অভিনেত্রী। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়ে কাটছে অসিনের ব্যস্ত সময়।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ অক্টোবর ছিলো অসিন-রাহুল দম্পতির মেয়ে অরিনের দ্বিতীয় জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিলো একটি থিম পার্টির।

কিন্তু অরিনের জন্মদিন ২৪ অক্টোবর থাকলেও অসিন তার মেয়ের জন্মদিনের ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মঙ্গলবার (২৯ অক্টোবর)। যা এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। কেননা মেয়েকে নিয়ে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায় না অসিনকে।

বিজ্ঞাপন

চলুন ছবিতে দেখে নেওয়া যাক অরিনের দ্বিতীয় জন্মদিনের কিছু ছবি-

মেয়ে অরিনের জন্মদিনে এভাবেই শুভকামনা জানিয়েছেন অসিন

 

অরিনের জন্মদিনের কেক

 

বাবা রাহুল শর্মার সঙ্গে অরিন

 

কেক, মাফিন ও কুকি দিয়ে সাজানো অরিনের জন্মদিনের টেবিলটি

 

নিজের জন্মদিন বলে কথা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটিই হয়তো দেখছে ছোট্ট অরিন