কন্যা সন্তানের দত্তক নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন নায়িকা। জানা গেছে, আজ (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরী। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।
তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করব।’
বিজ্ঞাপন
পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’
তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’
বিজ্ঞাপন
তবে পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এছাড়া গতকাল পরীমণি বাংলাদেশ পরিচালক সমিতির পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।
সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; তাও যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। এমন সময় ছোট মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় ডাইনির কথা। চরকি অরিজিনাল সিরিজ ’২ষ’–এর শেষ পর্ব ’বেসুরা’র ট্রেইলারে এভাবেই দেয়া হয়েছে ঘটনার বর্ণনা। ট্রেইলারের শেষে দেখানো হয়েছে ডাইনির এক ঝলকও।
৬ জানুয়ারি বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে ’বেসুরা’র ট্রেইলার। স্বাভাবিকভাবেই সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে এ পর্বে আছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু এবং সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার। ’বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটিতে অভিষেক হলো বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার।
ট্রেইলার শুরু হয়েছে সবুজের নৈসর্গ আর বেসুরে গাওয়া ’সা রে গা মা পা’–এর মাধ্যমে। একটি ছোট মেয়ে, যার গলায় সুর নেই। যা জানতে পেরে ছোট মেয়েটিকে সাজা দেয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সংগীত সাধক। এর পরেই শোনা যায় ডাইনির কথা। ট্রেইলারের শেষে ডাইনিকে বাঁধা অবস্থাতেও দেখা গেছে। বেসুরার সঙ্গে ডাইনির সম্পর্ক কী? সেটা জানা যাবে আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টা থেকে। ওই দিন চরকিতে প্রকাশ পাবে ’বেসুরা’। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ’২ষ’ সিরিজ।
সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ”ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ’ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্ল্যাটফর্ম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে।”
অভিনেত্রী জানান, তার চরিত্রের পোশাক, সাজ–সজ্জা খুব মিনিংফুল ছিল। যখনই শুটিংয়ের জন্য প্রস্তুত হতেন তখনই মনে হতো কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে ওটিটির কাজের পেশাদারিত্ব পছন্দ হয়েছে সুমাইয়া শিমুর। বলেন, ’এখানে যেভাবে কাজ হয়, সেটা খুব প্রফেশনাল। প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা, তাই আমি আমার কাজে ফোকাস করতে পেরেছি। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি।’
’২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসমাইল উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় নিয়ে ইসমাইল উদ্দিন পালাকার বলেন, ’আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পরলাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি কিন্তু অভিনয় তো করিনি। পরে যখন বললো প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন একরকম ভরসা পেলাম এবং আশ্বাসও দিলাম। পরে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।’
ইসমাইল উদ্দিন পালাকার আরও বলেন, ’প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। কখনও ভাবিওনাই, আমি অভিনয় করব। কাজটা করতে টেনশন হয়নাই। আমিতো অনেক মানুষের সঙ্গেই কাজ করি। অভিনয়েও তাই, অনেক মানুষের সঙ্গে কাজ করতে হয়। তাছাড়া গান আর সংলাপ তো আমার মতোই। তাই কোনো অসুবিধা হয় নাই।’
’পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ’২ষ’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গল্প নিয়ে নির্মাতা জানান, সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ’বেসুরা’–তে। নুহাশ বলেন, ’এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর–বেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।’
নির্মাতা আরও বলেন, ’এবারের সিরিজে আমাদের চেষ্টা ছিল হররটাকে কীভাবে ভিন্ন করা যায়। সেই চেষ্টা থেকে ’বেসুরা’র পরিকল্পনা। এখানে আমরা অনেককিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। সবকিছু বলতে পারছি না এখনই। পর্বটি দেখলে দর্শকরা সেটি বুঝবেন। পোশাক, সাজ–সজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু পাবেন’।
এসবের পাশাপাশি পর্বটিতে থাকছে বিশেষ চমক, যা একদম শেষে পাবেন দর্শকরা। ’বেসুরা’য় অভিনয় করেছেন মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।
নতুন বছরের শুরু থেকেই যেন আলোচনা থামছে না টম হল্যান্ড আর জেনডায়াকে নিয়ে। বছরের শুরুতেই অবসরের পরিকল্পনা নিয়ে মুখ খুলে আলোচনায় আসেন স্পাইডারম্যানখ্যাত অভিনেতা টম হল্যান্ড। এরপর গোল্ডেন গ্লোবে তামাটে-সোনালি রঙের পোশাকে অসাধারণ লাগছিল জেনডায়াকে। এরপরই বছরের প্রথম ৭ দিন না যেতেই গুঞ্জন উঠলো জনপ্রিয় এই দম্পতির বাগদানের।
রোববার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জার্স’ সিনেমার প্রধান ভূমিকার শিল্পী হিসেবে রেড কার্পেটে হাঁটেন জেনডায়া। সেখানে তার বা-হাতের অনামিকা আঙুলে বড় হীরা খচিত আংটি দেখা যায়। সেখান থেকেই জল্পনা শুরু হয়- তবে কি সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন টম-জেনডায়া জুটি। অবশেষে মিললো খবরের সত্যতা। তারকাদের পরিবারের ঘনিষ্ট সদস্য মার্কেন গণমাধ্যম ‘পিপল’-এর এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন।
আরও জানা যায়, জেনডায়ার বাড়িতেই ঘনিষ্ট জনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। স্ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মধ্যে কোনো একদিন টম বিয়ের জন্য প্রপোজ করে জেনডায়াকে। দুই পরিবারের সদস্যরাই জানতে খুব শিগগিরই বাগদানের দিকে আগাবে তারা। তবে সঠিক তারিখ কারোই জানা ছিল না। যদিও বিয়ের পিঁড়িতে তারা খুব শিগগিরই বসবেন না। বেশ কিছুটা সময় নেবেন বলেও জানা যায়।
২০১৭ সালে মার্ভেল স্টুডিও-র সিনেমা ‘স্পাইডারম্যান- হোমকামিং’ সিনেমায় কাজ করার সময় টম-জেনডায়ার বন্ধুত্ব শুরু হয়। ধারণা করা হয় সিনেমার কাজ চলাকালেই তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়ে, যদিও, তারা নিজেদের খুব ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিতেন।
পরবর্তীতে ২০২১ সালে তাদের ঘনিষ্ট কিছু মুহূর্তের ছবি সামনে আসে। তখন থেকেই সকলে প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের সম্পর্কের ব্যাপারে। অবশ্য সে বছরের সেপ্টেম্বরেই ইন্সটাগ্রামে তারা সম্পর্কের কথা স্বীকার করে।
এরপর, ‘স্পাইডারম্যান- ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা। সিনেমায় স্পাইডারম্যান অর্থাৎ, পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম। তার বিপরীতে জেনডায়া অভিনয় করেন এম.জে. (মিশেইল জোনাস) চরিত্রে। সিনেমাতে তাদের রসায়নের গভীরতায় তারা রাতারাতিই ভক্তদের প্রিয় হয়ে ওঠেন।
অবশেষে দীর্ঘদিনের প্রণয়কে পরিণতি দিতে পরিণয়ের পথে হেঁটে চলেছেন টম-জেনডায়া। ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই তাদের শুভ কামনা ও ভালোবাসা জানিয়েছেন।
নতুন বিয়ের খবর দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার বিয়ের খবর দেন তাহসান। দিনভর সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি। এখনো চলছে তার নববধূকে নিয়ে চুল চেরা বিশ্লেষণ।
তবে বিয়ে নিয়ে আলোচনার মধ্যে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই তারকা। আজ সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। ‘একা ঘর আমার’ গানটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন এই তারকা।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ইউটিউবে অনুপম মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে। শনিবার পারিবারিকভাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান খান।
স্বৈরাচারী সরকার উৎখাতে ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের দিনগুলোতে শিক্ষার্থীদের কণ্ঠে আগুন ঢেলে দিয়েছিলেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। জুলাই গণ-অভ্যুত্থানে প্রেরণা ও সাহস জুগিয়েছিল হান্নানের ‘আওয়াজ উডা’ গানটি। এ গানের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তরুণ র্যাপার হান্নান। আন্দোলনের সময় জেলেও যান তিনি।
এবার সেই শিল্পী প্রথম একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন।অ্যালবামের নাম এখনো চূড়ান্ত করেননি। তবে গণমাধ্যমকে জানালেন, অ্যালবামে মোট নয়টি গান থাকবে। এর মধ্যে কয়েকটি গান রেকর্ড করা হয়েছে।
সম্প্রতি সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে হান্নান ও আরেক র্যাপার সেজানের নাম এসেছে। বিষয়টি নিয়ে হান্নান গণমাধ্যমকে বলেন, ‘খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগের বইয়ে অনেককে নিয়ে জানতে পেরেছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
আন্দোলনের মধ্যে ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ প্রকাশ করেছিলেন নারায়ণগঞ্জের র্যাপার হান্নান। এরপর গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। গানটি নিয়ে এর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গানটা যখন লিখেছি, তখন শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন। পরে অল্প কিছু অভিভাবকও নেমেছেন। তবে অনেকে চুপ ছিলেন। কোনো কথা বলছিলেন না, নামছিলেনও না। আওয়াজও তুলতে পারছিলেন না। সেটা দেখেই গানের শিরোনাম করেছি “আওয়াজ উডা বাংলাদেশ”।’ এর মধ্যেই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের হান্নানকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলার পর তাকে দুদিনের রিমান্ডেও নেয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এ তরুণ র্যাপার।