স্বামীর বাগদান অনুষ্ঠানে কোমর দোলালেন সারা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সারা আলি খান

সারা আলি খান

‘বিষ্ণু (ধানুশ) বাবু দেশের একমাত্র স্ত্রী আমি যে কিনা তার স্বামীর বাগদান নিয়ে এতোটা খুশি।’ এমনই এক সংলাপ বলেই স্বামীর বাগদান অনুষ্ঠানে কোমর দোলাতে শুরু করেন রিঙ্কু (সারা আলি খান)। যা দেখে কিছুটা বিরক্ত হন বিষ্ণও। মজার এই দৃশ্যগুলো দেখা গেছে- আসন্ন ছবি ‘আতরাঙ্গি রে’র নতুন গান ‘চাকা চাক’-এ।

সোমবার (২৯ নভেম্বর) প্রকাশ পেয়েছে ‘আতরাঙ্গি রে’র প্রথম গান ‘চাকা চাক’। ইরশাদ কামিলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এর সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

বিজ্ঞাপন

মাত্র এক দিনে গানটি দেখা হয়েছে প্রায় দেড় কোটি বার।

আনন্দ এল রাই পরিচালিত ‘আতরাঙ্গি রে’ গত ৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ভারতে করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় পিছিয়ে যায় এর মুক্তি। সব ঠিক থাকলে বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এটি।

বিজ্ঞাপন

‘আতরাঙ্গি রে’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলি খান।

সারার প্রশ্ন, একসঙ্গে কেন দু’জনকে ভালোবাসা যায় না?