সুরে সুরে নকিব খানের ৫০ বছর উদযাপনের কনসার্ট

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যান্ড তারকা নকিব খান

ব্যান্ড তারকা নকিব খান

বাংলা ব্যান্ড সঙ্গীতের অনন্য নাম নকিব খান। ব্যান্ড সঙ্গীতের অঙ্গনে তিনি এখন দেশের অন্যতম সিনিয়র শিল্পী। সুরে সুরে পঞ্চাশটি বছর কেটে গেছে এই প্রখ্যাত শিল্পীর।

এবার তার এই বর্ণাঢ্য সঙ্গীতজীবনের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। ব্যান্ড সঙ্গীত বলতে আমরা যা বুঝি নকিব খানের গান তা থেকে বেশ স্বকীয়। তিনি তার গানে বরাবরই বাংলা মেলোডির ছোঁয়া রেখেছেন। তাইতো এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ার’স অব নকিব খান’’। অনুষ্ঠানটির আয়োজন করছে নূর’স ইভেন্ট । এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) তেজগাও ইয়ামাহা ফ্ল্যাগশিপে।

বিজ্ঞাপন
নকিব খান

আয়োজক সুমী নূর বলেন, ‘এটা আমাদের ষষ্ঠ আয়োজন। আমাদের প্রতিটি আয়োজনে কবিতাকে প্রাধান্য দিয়ে বাংলা শিল্প-সাহিত্যকে তুলে আনার চেষ্টা তিনি করি। এবার কিংবদন্তি গায়ক-সুরকার নকীব খানের সঙ্গীতজীবনের ৫০ বছরের উদযাপন আয়োজন করতে পেরে নূর’স ইভেন্ট অত্যন্ত আনন্দিত ।’

যার জীবন ও কর্মকে উদযাপন করার জন্য এই চমৎকার আয়োজন সেই নকীব খান বলেন, ‘ইভেন্টিতে আমি আমার সুরকার জীবনের পথ চলার গল্প বলবো। সেই সাথে নিজের সব পছন্দের গান শোনাবো। একটা সুন্দর সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ জানাই।’

বিজ্ঞাপন
নকিব খান

‘‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ার’স অব নকিব খান’’ ইভেন্টে থাকছে কবিতার সাথে গান। কবিতা পড়বেন নূর ইভেন্টের স্বত্বাধিকারী ও কবি সুমী নূর এবং কবি মেঘলা। অনুষ্ঠান উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন। 

টিকেট পাওয়া যাচ্ছে Noor’s Event আর Get Set Rock এর পেইজে। টিকেট মূল্য ১২০০ টাকা।