সারার প্রশ্ন, একসঙ্গে কেন দু’জনকে ভালোবাসা যায় না?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অক্ষয় কুমার, সারা আলি খান ও ধানুশ

অক্ষয় কুমার, সারা আলি খান ও ধানুশ

অবশেষে মুক্তি পেলো অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলি খান অভিনীত ‘আতরাঙ্গি রে’র ট্রেলার। গত ৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির। কিন্তু ভারতে করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় পিছিয়ে যায় এর মুক্তি।

‘আতরাঙ্গি রে’র গল্প ত্রিকোণ প্রেমের। তবে সেই সঙ্গে রয়েছে কমেডিও। ট্রেলারে দেখা গেছে, রিঙ্কুর (সারা আলি খান) সঙ্গে বিয়ে ঠিক হয় বিষ্ণুর (ধানুশ)। কিন্তু তারা চায় না দম্পতি হতে। কিন্তু তাদের বিয়ে দিয়েই দেয় পরিবার। এরপর ঠিক হয়, বিয়ের পরে দ্রুত সম্পর্কটা শেষ করে দেবে তারা। এরপরই কাহিনিতে এন্ট্রি নিতে দেখা যায় অক্ষয় কুমারকে। ব্যাস জমে যায় খেলা। রিঙ্কুর হৃদয়ে ঠাঁই হয়ে যায় দু’জনেরই। সে বুঝতে পারে না এদের মধ্যে কাকে বাছবে সঙ্গী হিসেবে এবং প্রশ্ন তোলে, কেন সে একসঙ্গে দু’জনকেই ভালোবাসতে পারে না!

বিজ্ঞাপন

আনন্দ এল রাই পরিচালিত ‘আতরাঙ্গি রে’র মধ্য দিয়ে দ্বিতীয়বার জুটিবদ্ধ হয়ে কাজ করলেন ধানুশ। এর আগে আনন্দর ‘রাঞ্ঝানা’তে কাজ করেছেন দক্ষিণের এই সুপারস্টার।

বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ‘আতরাঙ্গি রে’। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এটি।

বিজ্ঞাপন