টানা হারের পর দলের রেকর্ড, যা বললেন শাকিব খান
জয়ের স্বপ্ন নিয়ে বিপিএলে দল কিনেছিলেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশার আলো হয়ে ৬ষ্ঠ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জ্বলে জয় ছিনিয়ে এনেছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের ইতিহাসে ২৫৪ রানের নতুন রেকর্ড গড়ে এবং নাম্বার ওয়ান পার্টনারশিপে দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা ক্যাপিটালস। ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় শাকিব খানের দল। টানা হারের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে রাজকীয় জয়ের দেখা পেল এবারের বিপিএলে অন্যতম হট ফেভারিট দল ঢাকা ক্যাপিটালস।
স্মরণীয় এ জয়ে দলটির মালিক শাকিব খান বেজায় খুশি হয়েছেন! মুম্বাই থেকে শনিবার রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেশে থাকলে তো অবশ্যই মাঠে চলে যেতাম। মাঠে থেকে আমাদের প্লেয়ারদের সঙ্গে এই জয় সেলিব্রেট করতাম।
শাকিব খান আরও বলেন, ‘শুরুতে ঢাকা ক্যাপিটালস যেমন খেলছিল শেষ দুই ম্যাচে প্লেয়ারদের পারফর্মেন্স পুরাই রিভার্স! এর আগের ম্যাচ হারলেও খেলার গতি চেঞ্জ হয়ে গেছে। যে হিস্ট্রি ক্রিয়েট করে ঢাকা ক্যাপিটালস জয় পেল, আমার বিশ্বাস এটি রেকর্ড হয়ে থাকবে। সাথে সাথে আগামীর ম্যাচগুলোতে সবার পারফর্মেন্স এবং এই বিজয়ের ধারা অব্যাহত থাকলে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে ‘
আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই আছেন শাকিব খান। তিনি বলেন, ‘ম্যাচ চলাকালীন আমি এখানে বসে অনলাইনে খেলা দেখছিলাম। কিন্তু রান যখন ২০০ ছাড়ায় আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার নিজেই খুশিতে তার ফোন থেকে ভিডিও কলে টিভি স্ক্রিনে খেলা দেখাচ্ছিলেন। দূরে থেকেও ভিডিও কলে অফিসের অন্যদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেছি।’
শাকিব খান ইঙ্গিত দিয়ে জানান, প্রথম রাউন্ড টপকাতে পারলে তারপর থেকে আরও প্লেয়ার যুক্ত হবেন। তিনি বলেন, এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।
হাসিমুখে শাকিব জানাচ্ছিলেন, আসলে তার দল ঢাকা ক্যাপিটালসের এমন কামব্যাকই কাম্য ছিল। এ কারণে প্রথম ব্যাট করে নয় উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ায় তিনি তার ফ্যান পেজে পোস্টে লিখেছিলেন, ‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়।’