বিয়ের দুই মাসের মাথায় স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরবে গেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার বিকালে বিমানবন্দর থেকে তোলা কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে এ তথ্য জানান মাহি নিজেই।
ছবিতে দেখা যায়, আপাদমস্তক ঢাকা নীল বোরকা পরে নীল টুপি পরা স্বামী রাকিব সরকারের পাশে দাঁড়িয়ে আছেন মাহিয়া মাহি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
বিজ্ঞাপন
যদিও, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বোরকা পরে বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। ভক্তদের মনেও প্রশ্ন জাগছে, তবে, কি বদলে যাচ্ছেন মাহি? তবে, এখনই যে সিনেমা ছাড়ছেন না তা নিশ্চিত।
মাহিয়া মাহির হাতে বর্তমানে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’, চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ রয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, ওমরাহ পালনের জন্য আগামী পনের দিন তিনি শুটিংয়ের শিডিউল ফাঁকা রেখেছেন। ওমরাহ থেকে ফিরে হাতে থাকা সিনেমার কাজে যোগ দেবেন।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘটে তার।
‘বাহুবলী’ তারকা প্রভাস এখন শুধু দক্ষিণী সিনেমাই নয়, বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এক সুপারস্টার। ‘বাহুবলী’র পরই তার ক্রেজ এখন আকাশ ছুঁয়েছে। তার সর্বশেষ বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাফল্য না পেলেও প্রভাসের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
তাইতো নিজের সিনেমা বাছাইয়ের ব্যাপারে দারুণ খুতখুতে হয়ে উঠেছেন প্রভাস। ফলে বলিউডে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের ‘পাঠান’। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় শাহরুখ খান ছিলেন প্রধান চরিত্রে। প্রভাসকে যখন সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’-এ অভিনয়ের প্রস্তাব দেন, তখন প্রভাস ভেবেছিলেন তাকে প্রধান চরিত্রে নেওয়া হবে।
তবে শাহরুখ খান ওই চরিত্রে অভিনয় করছেন জানার পর প্রভাস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রভাসের মতে, তিনি এমন কোনও সিনেমায় কাজ করতে চান, যেখানে তার চরিত্রটিই হবে সিনেমার মূল চরিত্র। আর ‘পাঠান’-এ সেই সুযোগ তিনি পাবেন না। ফলে প্রস্তাবে হ্যাঁ বলার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।
এছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রতন সিংহের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু প্রভাস সেই চরিত্রের প্রস্তাব নাকচ করেন। জানা যায়, তখন প্রভাস ‘বাহুবলী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, তবে সেটি প্রধান কারণ ছিল না। তিনি চরিত্রটির গল্প পড়ার পর বুঝেছিলেন যে, রতন সিংহের চরিত্রে তার আগ্রহ নেই। ‘বাহুবলী ২’-এর মতো তার চরিত্রে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছিলেন না তিনি।
প্রভাসের এই সিদ্ধান্তের পর ‘পদ্মাবত’-এ রতন সিংহের চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর, যিনি পরে ব্যাপক প্রশংসা পান তার অভিনয়ের জন্য।
সম্প্রতি বিয়ের গুঞ্জনে শিরোনামে এসেছেন প্রভাস। তার সহকর্মী তারকার রামচরণ জানিয়েছেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে। রাম চরণের এমন মন্তব্যের পর দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রেম এবং সম্পর্কের গভীরতার অনন্য এক চিত্র ফুটে উঠবে নতুন নাটক ‘রোদের মায়ায়’-তে, যা ২০২৫ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন নবাগত নাট্যকার জয় চৌধুরী।
নাটকের গল্প একজন সিঙ্গেল ফাদার রিফাতের, যিনি তার মেয়েকে একান্ত ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। কিন্তু এক মর্মান্তিক ঘটনায় তার মেয়ের জীবন সংকটে পড়লে, রিফাতের জীবনে প্রবেশ করে এক নতুন চরিত্র অবন্তী। নাটকটি সিঙ্গেল ফাদারের জীবনযাত্রা, তার ভালোবাসা এবং সম্পর্কের নানা জটিলতা নিয়ে নির্মিত।
‘রোদের মায়ায়’ নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং একজন বাবা এবং তার সন্তানের সম্পর্কের অনুভূতির এক গভীর রূপ। নাটকটির মুক্তি ভালোবাসা দিবসে, প্রেম এবং ভালোবাসার উৎসবে এক নতুন মাত্রা যোগ করবে, যা দর্শকদের হৃদয়ে এক দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
নাটকের অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জুনায়েদ বোগদাদী, সামিরা খান মাহি, রাজন্যা রাই, আশা মাজেদ রোজি, বাসর বাপ্পি এবং আরও অনেক জনপ্রিয় মুখ।
নাটকের পরিচালক জয় চৌধুরী বলেন, ‘এটি আমার প্রথম নাটক। প্রথম কাজ প্রথম সন্তানের মতোই , তাই খুব যত্ন করে বানিয়েছি। আমি চাই এটি মানুষের মনে এক বিশেষ স্থান করে নিক। ভালোবাসা দিবসের সময় এটি মুক্তি পাচ্ছে, যা এই আবেগপূর্ণ গল্পের জন্য উপযুক্ত সময়।’
‘রোদের মায়ায়’ নাটকটি দর্শকদের জন্য এক ভিন্ন ধরনের ভালোবাসা এবং সম্পর্কের গল্প নিয়ে আসছে, যা সব বয়সী দর্শকদের মন জয় করবে। নাটকটি ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ।
বাংলা ব্যান্ড সঙ্গীতের অনন্য নাম নকিব খান। ব্যান্ড সঙ্গীতের অঙ্গনে তিনি এখন দেশের অন্যতম সিনিয়র শিল্পী। সুরে সুরে পঞ্চাশটি বছর কেটে গেছে এই প্রখ্যাত শিল্পীর।
এবার তার এই বর্ণাঢ্য সঙ্গীতজীবনের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। ব্যান্ড সঙ্গীত বলতে আমরা যা বুঝি নকিব খানের গান তা থেকে বেশ স্বকীয়। তিনি তার গানে বরাবরই বাংলা মেলোডির ছোঁয়া রেখেছেন। তাইতো এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ার’স অব নকিব খান’’। অনুষ্ঠানটির আয়োজন করছে নূর’স ইভেন্ট । এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) তেজগাও ইয়ামাহা ফ্ল্যাগশিপে।
আয়োজক সুমী নূর বলেন, ‘এটা আমাদের ষষ্ঠ আয়োজন। আমাদের প্রতিটি আয়োজনে কবিতাকে প্রাধান্য দিয়ে বাংলা শিল্প-সাহিত্যকে তুলে আনার চেষ্টা তিনি করি। এবার কিংবদন্তি গায়ক-সুরকার নকীব খানের সঙ্গীতজীবনের ৫০ বছরের উদযাপন আয়োজন করতে পেরে নূর’স ইভেন্ট অত্যন্ত আনন্দিত ।’
যার জীবন ও কর্মকে উদযাপন করার জন্য এই চমৎকার আয়োজন সেই নকীব খান বলেন, ‘ইভেন্টিতে আমি আমার সুরকার জীবনের পথ চলার গল্প বলবো। সেই সাথে নিজের সব পছন্দের গান শোনাবো। একটা সুন্দর সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ জানাই।’
‘‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ার’স অব নকিব খান’’ ইভেন্টে থাকছে কবিতার সাথে গান। কবিতা পড়বেন নূর ইভেন্টের স্বত্বাধিকারী ও কবি সুমী নূর এবং কবি মেঘলা। অনুষ্ঠান উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।
টিকেট পাওয়া যাচ্ছে Noor’s Event আর Get Set Rock এর পেইজে। টিকেট মূল্য ১২০০ টাকা।
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। মডেলিং এবং নাটকে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর বিগতে এক যুগের বেশি সময় তিনি শুধুই চলচ্চিত্রে কাজ করছেন। দেশের এবং কলকাতার চলচ্চিত্রে তার সমান আধিপত্য। এর মাঝে একটি ভারতের বাংলা ওয়েব সিরিজ ‘পাঁচ ফোড়ন’ আর হিন্দি ওয়েব ফিল্মে ‘কড়ক সিং’-এ অভিনয় করেন জয়া। ‘কড়ক সিং’-এ জয়া সহশিল্পী হিসেবে পেয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠীর মতো প্রখ্যাত বলিউড অভিনেতাকে।
তবে দেশীয় কোন ওয়েব কনটেন্টে এতোদিন তিনি অভিনয় করেননি। সম্প্রতি অবশ্য চরকির ‘২ ষ’ ওয়েব সিরিজের ‘বেসুরা’ পর্বটিতে তাকে দেখা গেলেও সেটি ছিলো ক্যামিও চরিত্র। নুহাশ হুমায়ূন পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন সুমাইয়া শিমু।
এরইমধ্যে খবর পাওয়া গেলো, জয়া আহসান তার প্রথম বাংলা ওয়েব সিরিজে (যেখানে তাকে পরিপূর্ণ চরিত্রে প্রথমবার দেখা যাবে) নাম লিখিয়েছেন। তাও আবার দেশিয় একটি ওয়েব সিরিজ সেটি। জয়া এ মুহূর্তে আছেন পাবনায়। সেখানে তিনি ‘জিম্মি’ নামের সেই ওয়েব সিরিজেরই শুটিং করছেন। আর এই কাজটির মাধ্যমেই তাকে প্রথমবার দেশিয় ওটিটি কনটেন্টে দেখা যাবে।
এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন। কয়েক দিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন।
এদিকে, দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথা’র জমিন ছবিটি। আকরাম খান পরিচালিত ছবিটি মুক্তির পর হল ভিজিটে গিয়েছেন জয়া। ছবিটি দেখতে আসা দর্শকের কাছ থেকে নানান মন্তব্য শুনেছেন, যা তাকে উদ্দীপ্ত করেছে। বয়োজ্যেষ্ঠদের কেউ বলেছেন, তরুণ প্রজন্মের অবশ্যই এ ছবিটা দেখা উচিত। কারণ, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো। তারা তো সে সময়ের মানুষ, কত কষ্টের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এই ভূখণ্ড, এই পতাকা—এই প্রজন্মকে তা-ই দেখাতে ও বোঝাতে চান।
নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজে অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘এটা আমার ক্যামিও চরিত্র। এই চরিত্র করতে গিয়েও অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। অনেকবার শুটিং বাধার মুখে পড়েছে। কখনো বৃষ্টি, কখনো প্রাকৃতিক দুর্যোগ, মাঝখানে আবার রাজনৈতিক অস্থিরতা। কিন্তু ফাইনালি আমরা শেষ করেছি। আমার কাজ অল্প ছিল; কিন্তু শুটিংয়ে যেতে হয়েছে অনেক দিন। আমার অংশের শুটিং হয়েছে রাউজান, সীতাকুণ্ডে। কাজটা করে খুব ভালো লেগেছে।’
জয়া আহসান অভিনয় করেছেন কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ চলচ্চিত্রেও। এই ছবিতে তার অভিনয়ের অভিজ্ঞতা অসাধারণ বলে জানান। জয়া বলেন, ‘এই ছবিতে যেসব শিল্পী কাজ করেছেন, সবার সঙ্গে কাজ করে ঋদ্ধ হয়েছি। কারণ, তারা সবাই অসাধারণ। শিল্পনির্দেশনা থেকে শুরু করে ক্যামেরার কাজ—সবই দুর্দান্ত। যে কারণে রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের মতো উৎসবে ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে, তা–ও আবার মূল প্রতিযোগিতা বিভাগে।’
আজ মঙ্গলবার জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউনের এই ছবিগুলো। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘সন্দেহের ছায়ায়’। জানা গেছে, এই ফটোশ্যুটটি তিনি কলকাতাতে গিয়ে করেছিলেন। ছবিগুলো তার ভক্ত অনুসারীরা খুব পছন্দ করেছে। এক ঘণ্টায় চার হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে পাঁচ শতাধিক।