খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সায়নী ঘোষ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সায়নী ঘোষ

সায়নী ঘোষ

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী ও তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে।

সোমবার (২২ নভেম্বর) ত্রিপুরায় রবীন্দ্র ভবনের সামনে মিছিল করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার একদিন আগে অর্থাৎ রোববার (২১ নভেম্বর) আগরতলায় গ্রেফতার হলেন সায়নী ঘোষ।

বিজ্ঞাপন

এদিন সকালেই সায়নীকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয়। দীর্ঘ জেরার পর বিকেলে গ্রেফতার করা হয়েছে কাকে। আজ তাকে আদালতে পেশ করা হবে না। ফলে জামিনের আবেদন করা যাবে না।

এ ঘটনায় পুলিশকে বিজেপির দলদাস বলে সম্বোধন করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির নির্দেশেই ত্রিপুরা পুলিশ এই কাজ করেছেন বলে অভিযোগ তৃণমূলের।


কুণাল ঘোষ জানিয়েছেন, ‘খেলা হবে’ এটি বলেই গ্রেফতার হলেন সায়নী। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩ এ, ৫০৬, ৩০৭ ও ১২০বি-তে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।।