যমজ সন্তানের মা হলেন প্রীতি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রীতি জিনতা

প্রীতি জিনতা

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা। সারোগেসি (গর্ভভাড়া) পদ্ধতির মাধ্যমে মা হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।


বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বামী জেনে গুডেনাফের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মা হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রীতি জিনতা।

বিজ্ঞাপন

মা হওয়ার সুসংবাদটি দিয়ে প্রীতি তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি সকলের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই। আমি এবং জেন আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি। যাদের একজনের নাম জয় জিনতা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিনতা গুডেনাফ। আমাদের জীবনের নতুন এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ।”

বিজ্ঞাপন

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জেনের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান প্রীতি। তারপর থেকে বেশিরভাগ সময় তিনি থাকেন লস অ্যাঞ্জেলসেই।

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া বলিউডে নতুন কিছু নয়। সম্প্রতি মেয়ে সমিশার সময়তেও সারোগেসির সাহায্য নিয়েছিলেন শিল্পা শেঠি। শাহরুখের ছোট ছেলে আব্রাহামের জন্মও সারোগেসির মাধ্যমে। করণ জোহর, তুষার কাপুরও বাবা হয়েছেন সারোগেসির সাহায্যে। এমনকী, সানি লিওনের যমজ সন্তানের জন্মও এই পদ্ধতিতে।