বাবা হারালেন রচনা ব্যানার্জী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রচনা ব্যানার্জী

বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রচনা ব্যানার্জী

না ফেরার দেশে পাড়ি জমালেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৫ নভেম্বর) মারা গেছেন রবীন্দ্রনাঠ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামে এক বহুতলে থাকতেন রচনার বাবা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (১৪ নভেম্বর) রাতে হঠাৎ তার শরীরিক অবস্থার অবনতি ঘটে। মেয়ে রচনার বাড়িতেই চলছিল চিকিৎসা, কিন্তু শেষরক্ষা হল না।

জানা গিয়েছে, সোমবারই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার এই অভিনেত্রী, আর সব সিদ্ধান্তে বাবাকে পাশে পেয়েছেন তিনি।