‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজকুমার রাও ও পত্রলেখা

রাজকুমার রাও ও পত্রলেখা

১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের বন্ধনে জড়ালেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। সোমবার (১৫ নভেম্বর) চণ্ডীগড়ের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসর্ট’-এ এই তারকা জুটির বিয়ের সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


নতুন তারকা-দম্পতির ছবিতে ছয়লাপ ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার। তবে যে জিনিসটি সকলের সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হলো পত্রলেখার বিয়ের ওড়নায় লেখা বাংলা একটি পংক্তি। যেখানে লেখা ছিলো ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’

বিজ্ঞাপন

জীবনের বিশেষ এই দিনটিতে বাঙালি কন্যা পত্রলেখা সেজেছিলেন লাল লেহেঙ্গা চোলিতে। সঙ্গে ছিলো সাদা ও সবুজ রঙের কুন্দনের গহনা। হাতে দেখা গেছে শাখা পলা। রাজকুমার পরেছিলেন সাদা শেরওয়ানি। মাথায় ছিলো লাল রঙের পাগড়ী।


পত্রলেখার বিয়ের পোশাকটি ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জী।

বিজ্ঞাপন

একটি বিজ্ঞাপনে প্রথমবার পত্রলেখাকে দেখেন রাজকুমার রাও। সেখানেই তাকে মন দিয়ে বসেন বলিউডের এই অভিনেতা। কিন্তু প্রথম দেখায় পত্রলেখার মনে জায়গা করে নিতে পারেননি রাজকুমার। পরবর্তীতে একসঙ্গে ছবিও করেন তারা। এরপর বেশ কিছুদিন বন্ধুত্বের সম্পর্কে থাকার পর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।