এবার দেশের দর্শকের কাছে সুযোগ চাইলো ‘রেহানা মরিয়ম নূর’
আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক বাজিমাত করার পর শুক্রবার (১২ নভেম্বর) দেশে মুক্তি পেলো আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। ১২টি সিনেমা হলেও ছবিটি মুক্তির কথা থাকলেও এখনও পর্যন্ত ১০টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন এর প্রযোজক বাবু।
এদিকে, দেশের প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তির আগে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির টিমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো একটি সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন এর নির্মাতা, প্রযোজক, অভিনেত্রী, চিত্রগ্রাহকসহ অন্যান্য কলাকুশলীরা।
“আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি। এখন আশা করছি আমাদের দর্শকরা একটা চান্স দেবেন।”-এভাবেই দেশের বড়পর্দায় দর্শকদের আহবান জানালেন নির্মাতা সাদ।
দর্শকদের জন্য আলোচনা-সমালোচনার দুয়ার খুলে ছবিটি দেখার অনুরোধ করে এই নির্মাতা আরও বলেন, “আর যাই হোক না কেনো আমি এক ধরনের প্রতিক্রিয়া চাই না। আশা করছি অনেক ভিন্ন ভিন্ন মতামত আসবে ছবিটির দেখার পর। তবে সেটি করতে হলে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসতে হবে। আমরা আমাদের কষ্টাটা করেছি তাই আশা করছি সকলে আমাদের একটি সুযোগ দেবেন। ভালো লাগলে ভালো, আর ভালো না লাগলেও সেটি আমাদের সঙ্গে শেয়ার করবেন।”
‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বিশ্বব্যাপি আলোচনা হলেও এটি নির্মাণের জন্য তেমন বাজেট ছিলো না নির্মাতার কাছে। কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন তার বন্ধুরা। বন্ধুরা সবাই হাতে হাত মিলিয়েই ছবিটির বাজেট তৈরিতে সাহায্য করেছেন। সে প্রচেষ্টায় চিত্রনাট্য ও সম্পাদনার জন্য মিলেছে কিছু আন্তর্জাতিক ফান্ডও।
এ প্রসঙ্গে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “ছবিটা নির্মাণের জন্য আমরা সাদকে যতোটুকু সাপোর্ট করেছি। ঠিক ততোটুকু সাদও আমাদের সাপোর্ট করেছে। শুধু সাদ একা নয়, আমাদের টিমের আর্টিস্ট থেকে শুরু করে স্পটবয় প্রত্যেকের কাছ থেকেই। একটা ছবি বানানোর জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন হয় আর সেই পরিকল্পনা কিন্তু আমরা সকলে মিলে ও সকলকে ঘিরে করেছি। আমাদের একটি পূর্ণ টিম ছিলো যার জন্য আজ আমরা এতো অর্জন করতে পেরেছি।”
যোগ করে তিনি আরও বলেন, “বাংলা সিনেমার অবস্থান, দর্শকদের এবং হল মালিকদের সব জায়গা বিবেচনা করে আমি বলবো প্রডিউসিং অনেক চ্যালেঞ্চিং একটি বিষয়। কিন্তু আমি কার সঙ্গে প্রোডিউস করছি সেটি সবচেয়ে বড় বিষয়। আমি বলবো আমার জায়গা থেকে একটা আমাদের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেই জায়গা থেকে আমরা ভিশন খুঁজে পাই। আর আমরা এটিকে পেশা হিসেবে নিয়েছি। যে পেশাটিকে আমরা আমাদের সম্পর্কের কারণে ঠিকঠাক মতো একটা জায়গায় হয়তো পৌঁছে নিতে পেরেছি।”
'রেহানা' চরিত্রটিকে তিলে তিলে গড়ে তুলেছেন সাদ। আর এ জন্য টানা ৩৪ দিন দারুণ পরিশ্রম করেছে পুরো টিম। এ কথা জানিয়ে কিছুটা মজার ছলেই আজমেরী হক বাঁধন বলেন, “অমায়িক নির্মাতা সাদ এটিতে কোন সন্দেহ নেই। কিন্তু কিভাবে সকলকে দিয়ে কাজ করাতে হবে সেটি তিনি খুব ভালো করে জানেন। তার সেই যোগ্যতা আছে যার মাধ্যমে তিনি আমাদের সকলকে তার আয়ত্তে নিয়ে ফেলেছিলেন। আমরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছি কিন্তু আমাদের কারও কোন কথা ছিলো না মুখে। কারণ আমাদের নির্মাতার কোন কিছু ভালো লাগতো না। আমরা যে হতাশার মধ্যে দিয়ে দিন পার করেছি, আমি তো প্রতিদিনই সিদ্ধান্ত নিতাম যে আমি এই সেট থেকে চলে যাবো আর কাজ করবো না কারণ কিছু হচ্ছে না। তো আমাদের ওই জায়গায় নিয়ে সাদ কাজটি করিয়েছেন।”
ঢাকার স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স-মিরপুর, ব্লকবাস্টার-যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, সেনা অডিটোরিঢয়াম, মধুমিতা, চট্টগ্রামে সুগন্ধা ও সিলভার স্ক্রিন, নারায়ণগঞ্জে সিনেস্কোপ ও বগুড়ায় মধুবনে সিনেমাটি দেখা যাবে।
প্রসঙ্গত, চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়ার পর গতকাল (১১ নভেম্বর) এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতলো। একটি সেরা অভিনেত্রীর অপরটি যৌথভাবে শ্রেষ্ঠ পুরস্কার গ্র্যান্ড জুরি প্রাইজ।